fbpx
খেলাধুলাফুটবল

ইতালিয়ান ফুটবলকে শেষ করার সামর্থ্য নেই আমার : গার্দিওলা

দুজন দুই প্রজন্মের কোচ। তবে অর্জনের বিচারে পেপ গার্দিওলা অনেকটাই এগিয়ে আছেন ফাবিও কাপেলোর চেয়ে। ইতালিয়ান এই কোচ সুযোগ পেলেই আবার সমালোচনা করে বসেন সাবেক স্পেন মিডফিল্ডারের। সবশেষ যেমন ম্যানচেস্টার সিটি কোচকে বলেছেন অহংকারী আর অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে ইতালির ফুটবলকে ধ্বংস করে দেওয়ার। গার্দিওলা এর জবাবে বিনয়ের সাথেই তা অস্বীকার করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক ইংল্যান্ড কোচ কাপেলো সরাসরি আক্রমণ করেন কাপেলোকে। তিনি দাবি করেন, স্প্যানিশ এই কোচ সবসময় নিজেকেই সবার ওপরে রাখেন। সাথে এও বলেন, গার্দিওলা পাসিং ফুটবলের প্রভাব পড়ছে তার দেশ ইতালিতেও, যার তার দেশের ফুটবলের জন্য শনির দশা ডেকে আনছে।

গত শুক্রবার গার্দিওলার সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি আনা হলে গার্দিওলা হেসে দেন প্রথমে। এরপর জানান তার প্রতিক্রিয়া। “লোকেরা আমাকে নিয়ে যা যা বলে, সেটা আমিও শুনি, তাই সাবধান হয়ে যান। মিঃ ফাবিও কাপেলো এই প্রথমবারের মত যে আমার সমালোচনা করলেন, তা কিন্তু না। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি ইতালিয়ান ফুটবল নষ্ট করার জন্য যথেষ্ট ভাল নই, এটি খুব গুরুত্বপূর্ণ। ফাবিওর জন্য একটা আলিঙ্গন রইল আমার তরফ থেকে।”

ইতালিয়ান ফুটবলের ক্ষতি না করলেও, এই মৌসুমে কোচ হিসেবে নিজের বেশ ক্ষতিই হয়ে গেছে গার্দিওলার। সিটির ভুলে যাওয়ার মত বাজে এক মৌসুমে তিনি পার করছেন নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। সঙ্গী হয়েছে ভুলে যাওয়ার মত সব অভিজ্ঞতা। তার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেভাগেই বাদ পড়া। সিটির কোচ হিসেবে এবারই প্রথম ব্যর্থ হয়েছেন শেষ ১৬-তে যেতে।

বিষয়টি হতাশার হলেও গার্দিওলা বাস্তবতা মেনে নেওয়ার পক্ষেই। “চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য কতটা বিশেষ, সেটা কারও আমাকে ব্যাখ্যা করতে হবে না। তবে এই মৌসুমে আমরা সেখানে থাকার যোগ্য ছিলাম না। এই মৌসুমে আমরা শুধু টেলিভিশনের সামনে সোফায় বসে থাকার যোগ্য। আশা করি আমরা আরও ভাল করতে পারব এই মৌসুমে, যাতে পরবর্তী মৌসুমে সেখানে খেলার যোগ্যতা অর্জন করতে পারি।”

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পঞ্চম অবস্থানে আছে সিটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button