fbpx
খেলাধুলাফুটবল

দাবি না মানলে ম্যাচ বয়কটের হুমকি আনচেলত্তির

ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচ শেষ হতেই ক্লান্ত শরীর নিয়ে মাটিতে বসে পড়েন জুড বেলিংহাম। বসে না পড়লেও ক্লান্তির ছাচ স্পষ্ট ছিল কিলিয়ান এমবাপের চোখে-মুখে। ৬৭ ঘণ্টার মধ্যে দুই ম্যাচ খেলার প্রভাব পড়েছে পুরো রিয়াল মাদ্রিদের উপর। তাইতো ম্যাচ জিতেও রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তৃপ্ত নন। লা লিগাকে রীতিমত হুমকি দিয়ে রেখেছেন, যথেষ্ট বিশ্রামের সুযোগ না পেলে পরবর্তীতে তার দল মাঠে না নামার।

সাধারণত এক ম্যাচ শেষ হলে কমপক্ষে ৭২ ঘণ্টার বিশ্রাম পায় ফুটবলাররা। তবে ব্যস্ত সূচীতে এই মৌসুমে ফুটবলাররা বিশ্রামের সুযোগ পাচ্ছে কম। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল ম্যাচ খেলেছে বুধবার রাতে। যেটা শেষ হয়নি ৯০ মিনিটে। গড়িয়েছে অতিরিক্ত সময়ে, শেষ পর্যন্ত ম্যাচ নির্ধারিত হয়েছে অতিরিক্ত সময়ে। তাতে ফুটবলারদের উপর বেশ ধকলই গেছে।

সেই ধকল না কাটাতে শনিবার রাতে আবারও মাঠে নামতে হয়েছে রিয়ালকে। লা লিগাকে ভিয়ারিয়াল ম্যাচের সূচী পরিবর্তনের অনুরোধ করলেও সেটা পরিবর্তন করা হয়নি। তাতেই মূলত চটেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে ক্ষোভও ঝেড়েছেন।

“এটাই শেষ ম্যাচ আমরা ৭২ ঘন্টার কম বিশ্রাম ছাড়া খেলতে নেমেছি। এমনটা আমরা আর করবো না কখনো। দুইবার লা লিগাকে সূচী পরিবর্তনের জন্য জানিয়েছে, তবে তারা সায় দেয়নি। এটাই শেষবার, এরপর এমনটা হলে ম্যাচের দিন আমরা মাঠে আসবো না।”

এদিন ঘরের মাঠে শুরুতেই ভিয়ারিয়াল এগিয়ে যায়। তবে কিলিয়ান এমবাপের জোড়া গোলে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এমন ক্লান্তি নিয়েও জয় পাওয়ায় ফুটবলারদেরই সব কৃতিত্ব দিয়েছেন রিয়াল কোচ,

“এই দলের মধ্যে দারুণ কিছু আছে। জানুয়ারির শুরু থেকে তারা দলের জন্য যেভাবে উজাড় করে দিচ্ছে নিজেদের সে জন্য ওরা ধন্যবাদের প্রাপ্য।”

সংশ্লিষ্ট খবর

Back to top button