fbpx
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

জ্যোতিদের বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ

আসন্ন ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি জায়গা মেলেনি বাংলাদেশের। মেগা টুর্নামেন্টে জায়গা করে নিতে বাছাইপর্ব খেলতে হবে টাইগ্রেসদের। পাকিস্তানে অনুষ্ঠিতব্য সেই বাছাইপর্বের সূচি প্রকাশ হয়েছে আজ।

পাকিস্তানের লাহোরে আগামী ৯-১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৬টি দল খেলবে টুর্নামেন্টটিতে। শীর্ষ দুই দল জায়গা পাবে বিশ্ব আসরে। বাছাইপর্বে ম্যাচ হবে মোট ৯টি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে ম্যাচগুলো।

বাংলাদেশের ম্যাচ মোট পাঁচটি। টুর্নামেন্টের দ্বিতীয় দিন থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ১৩ এপ্রিল নিগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে এবং ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগ্রেসরা

সংশ্লিষ্ট খবর

Back to top button