fbpx
খেলাধুলাক্রিকেট

আকসারের ডেপুটি হলেন দু প্লেসিস

দলে অভিজ্ঞ কয়েকজন অধিনায়ক থাকার পরও চমক জাগিয়ে দিল্লি ক্যাপিটালস নেতৃত্ব তুলে দিয়েছে আকসার প্যাটেলের হাতে। ডেপুটি হিসেবে অবশ্য দলটি বেছে নিয়ে অভিজ্ঞ ফাফ দু প্লেসিসকে।

২০২৪ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অধিনায়ক ছিলেন দু প্লেসিস। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি। নিলাম থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকে ২ কোটি রুপির বেস প্রাইস দিয়ে কিনে নেয় দিল্লি। এছাড়াও এবারের আসরকে সামনে রেখে দলটিতে যোগ দিয়েছেন আইপিএল আরেক অভিজ্ঞ অধিনায়ক লোকেশ রাহুলও।

২০১২ সালে প্রথমবার আইপিএলে খেলেন দু প্লেসিস। ২০১৫ সাল পর্যন্ত ছিলেন সেখানেই। এরপর চেন্নাই নিষিদ্ধ হওয়ার পর দুই বছর খেলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে।। ফ্র্যাঞ্চাইজিটি ফিরে আসার পর আবার সেখানে ফিরে যান এবং খেলেন ২০২১ সাল পর্যন্ত।

এরপর বেঙ্গালুরুতে দু প্লেসিস ছিলেন তিন বছর। ২০২২ সালে বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে গেলে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় ডানহাতি এই ব্যাটারের হাতে। ২০২২ ও ২০২৪ সালে তার অধীনে ফ্র্যাঞ্চাইজিটি জায়গা করে নিয়েছিল প্লে-অফে।

আইপিএলে সব মিলিয়ে ৪০ বছর বয়সী দু প্লেসিস ১৪৫টি ম্যাচ খেলেছেন। ৩৫.৯৯ গড়ে এবং ১৩৬.৩৭ স্ট্রাইক রেটে নামের পাশে রয়েছে ৪ হাজার ৫৭১ রান।

সংশ্লিষ্ট খবর

Back to top button