fbpx
অন্যান্যবাংলাদেশ

এনজেড টেক্স গ্রুপ–ক্র্যাব কোরআন তিলাওয়াত ও হামদ–নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে এনজেড টেক্স গ্রুপ-ক্র্যাব কোরআন তিলাওয়াত ও হামদ–নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।
প্রতিযোগিতায় ক্র্যাব সদস্যদের সন্তানেরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ২০ জন অংশ নিয়েছে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ক্র্যাবের সিনিয়র সদস্য আইয়ুব আনসারী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ, বিটিভির জনপ্রিয় কারি মাওলানা শাহাদাত হোসেন। ২১ মার্চ শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের দিন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button