
বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ভারত সফরে গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় কলকাতার উদ্দেশে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। সঙ্গে আছেন হামজা চৌধুরী। তবে ফটোসেশনে অংশ নিয়েও যেতে পারেননি তিনজন।
ভারত যাত্রার একদিন আগেও দল চূড়ান্ত করতে পারেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাই ভারতের মুখোমুখি হওয়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন ২৭ ফুটবলার। সেখান থেকে অবধারিতভাবে বাদ পড়তে হত কয়েকজনকে। কাবরেরা শেষ পর্যন্ত বাদ দিয়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেনকে। অবশেষে ২৪ জনের চূড়ান্ত দল নিয়েই ভারত সফরে গেছে বাংলাদেশ।