
ভারত ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, হামজা চৌধুরী বাংলাদেশের মেসি।
২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল জামালের। এরপর তারিক কাজী, শাহ কাজেমদের পথ ধরে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় এখন হামজা। প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি মাতানো হামজা বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
হামজার মতো বড় তারকাকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চিত জামাল বললেন, তিনিই বাংলাদেশের মেসি, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যেটা (ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা) শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে। আর হামজা তো বাংলাদেশের মেসি।’
হামজার সঙ্গে ভারতের অভিজ্ঞ ফরোয়ার্ড সুনীল ছেত্রীর তুলনা করতেও রাজি নন বাংলাদেশের এই অধিনায়ক। উল্টো মনে করিয়ে দিলেন হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড় তো নয়। আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় (হামজা) আছে।’