fbpx
খেলাধুলাফুটবল

ম্যাচের আগেই হামজাকে সমীহ করছে ভারত

বাংলাদেশ এখন হামজা-জ্বরে আক্রান্ত। দেশের ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি আলোচিত নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার এখন লাল সবুজদের দলে, তিনি জিতেছেন এফএ কাপ ও কারাবো কাপের শিরোপাও, হামজাকে নিয়ে আলোচনাটা হয়াই স্বাভাবিক।

শিলংয়ে হামজাকে নিয়েই ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলার কথা হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। বাংলাদেশ ছাড়িয়ে হামজা-জ্বর সেই ভারতেও ছড়িয়ে পড়ল। হামজার উপস্থিতিতে জয় পাওয়া সহজ হবে না বলেই মনে করছেন ভারতের কোচ মানোলো মার্কুয়েজ।

ind coach
ভারতের কোচ মানোলো মার্কুয়েজ

মালদ্বীপের বিপক্ষে ভারতের ৩-০ গোলের জয়ের পর হামজার প্রশংসাও ঝরল ভারত কোচের কণ্ঠে। তিনি বলেন, আমি জানি সবাই হামজাকে নিয়ে একটু বেশিই ভাবছে। সে প্রিমিয়ার লিগ খেলেছে, এখন চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তার স্কিল অন্যদের চেয়ে আলাদা এটা মানতেই হবে। তবে ম্যাচটা কারো জন্যই সহজ হবে না।

বাংলাদেশ-ভারত দু দলের জন্যই কঠিন হবে এখানে জয় তুলে নেয়াটা। যদিও আমাদের জন্য এটা ফাইনাল ম্যাচ, জয়ের বিকল্প নেই।

জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ম্যাচটা যে হামজার কারণেই বাড়তি মনোযোগ পাচ্ছে, সেটা মানেন ভারতের আক্রমণভাগের খেলোয়াড় লিস্টন। তার খেলা কাছ থেকে দেখতে যে তিনিও মুখিয়ে আছেন সেটা বললেন অবলীলায়। তবে ভারত লাল সবুজের নতুন তারকাকে নিয়ে একেবারে ভীত নয়। বরং লিস্টন জানালেন, তাদের আছে আলাদা পরিকল্পনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button