
শিলংয়ে হামজাকে নিয়েই ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলার কথা হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। বাংলাদেশ ছাড়িয়ে হামজা-জ্বর সেই ভারতেও ছড়িয়ে পড়ল। হামজার উপস্থিতিতে জয় পাওয়া সহজ হবে না বলেই মনে করছেন ভারতের কোচ মানোলো মার্কুয়েজ।

মালদ্বীপের বিপক্ষে ভারতের ৩-০ গোলের জয়ের পর হামজার প্রশংসাও ঝরল ভারত কোচের কণ্ঠে। তিনি বলেন, আমি জানি সবাই হামজাকে নিয়ে একটু বেশিই ভাবছে। সে প্রিমিয়ার লিগ খেলেছে, এখন চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তার স্কিল অন্যদের চেয়ে আলাদা এটা মানতেই হবে। তবে ম্যাচটা কারো জন্যই সহজ হবে না।
বাংলাদেশ-ভারত দু দলের জন্যই কঠিন হবে এখানে জয় তুলে নেয়াটা। যদিও আমাদের জন্য এটা ফাইনাল ম্যাচ, জয়ের বিকল্প নেই।