
বাছাইয়ে আগের দুই ম্যাচে ছিল ড্র। কলম্বিয়ার বিপক্ষে শুরুতে লিড নিলেও এক পর্যায়ে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ব্রাজিল। তবে শেষ সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে কোনোমতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে সেলেসাওরা। ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সেরা ফুটবল খেলতে না পারলেও, দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ দেখছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
শুক্রবারের ম্যাচের ছয় মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে ৪১ মিনিটে লুইস দিয়াজের দারুণ এক গোলে সমতায় ফেরে কলম্বিয়া। এরপর জমজমাট লড়াই চললেও জয় সূচক গোলটা পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে যোগ করা সময় পর্যন্ত। ইনজুরি টাইমের নবম মিনিটে ডি বক্সের বেশ বাইরে থেকে কোণাকুণি এক শটে গোল করে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।
জয়টা সহজে ধরা না দিলেও ম্যাচ শেষে দলের খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দরিভাল।“পরিস্থিতি বিবেচনায় জয়টা বেশ গুরুত্বপূর্ন ছিল আমাদের জন্য। দলের সব কিছু ধিরে ধিরে উন্নতি করছে। আমাদের সব যে ঠিক হয়ে গেছে তা আমি বলবো না, তবে এতটুকু বলতে পারি প্রতিটা ম্যাচেই আমাদের উন্নতি হচ্ছে।“
জয়টা গুরুত্বপূর্ণ হলেও দলের সবাই এখনো যে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না, তাও জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ। “এটা আমাদের ১৫ কিংবা ১৬ তম ম্যাচ(দরভালের অধীনে)। সব কিছুর সঙ্গে সবাই মিলে মানিয়ে নেওয়ার কাজটা করে যাচ্ছি। এখানে কেউই এখনো সব নিয়ে সন্তুষ্ট না। আমাদের এখন লক্ষ্য বিশ্বকাপ আসার আগ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রেখে উন্নতি করে যাওয়া।“
এই জয়ের পর লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুই নম্বরে উঠে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ২৬ মার্চ পরের ম্যাচ ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।