
শুক্রবার বিকেলে সুন্দরবন থেকে চলে আসা এই অজগরটি সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগলকে আক্রমণ করে মেরে ফেলে। লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে বন বিভাগের খবর দেয়।
সন্ধ্যায় সিপিজি সদস্যরা পার্শ্ববর্তী মালেক গাজীর বাড়ীর বাগান থেকে অজগরটি উদ্ধার করে। উদ্ধার করা অজগরটি শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন সুরক্ষায় কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) প্রধান মো. খলিলুর রহমান জানান, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম সোনাতলা গ্রামের জনৈক মরিয়ম বেগমের একটি ছাগল খোঁজ করে না পেয়ে বিকেলে বাগানে গিয়ে দেখেন বিশাল একটি অজগর তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে।