
ম্যাচের আগেরদিন শুক্রবার দুই দলের কেউই অনুশীলন করতে পারেনি ঠিকমত। আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচের ভেন্যু কোলকাতার ইডেন গার্ডেনসে রাতভর হয়েছে বৃষ্টিপাত। ম্যাচের দিনও আছে একই সম্ভাবনা। ফলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ঠিকঠাক হয় কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তার।
গত শুক্রবার ভারতীয় মেট বিভাগের একটি বুলেটিন জানিয়েছে যে, এই অঞ্চলের জন্য একটি ‘অরেঞ্জ এলার্ট’ জারি করা হয়েছে।
দিনের বেলায় কিছুটা সূর্যের হাসি নিরবচ্ছিন্ন ম্যাচের আশা বাড়ালেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের বাকি অংশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি বা বজ্রপাতও হতে পারে ম্যাচের সময়ে।
বৃষ্টির কারণে গত শুক্রবার দুই দলই অনুশীলন করতে পারে অল্প সময়ের জন্য। যদিও ভারি বৃষ্টিপাত ছিল না। এর আগে সপ্তাহের প্রথম দিকে, একটি কলকাতার ইন্ট্রা-স্কোয়াড অনুশীলন ম্যাচটি কেবল একটি ইনিংসের পরই পরিত্যক্ত হয় বিরুপ আবহাওয়ার কারণে। বৃহস্পতিবারও শহরটিতে হালকা বৃষ্টি শহরে আঘাত হানে।
বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচটি রাত ৮টায় শুরু করার জন্য নির্ধারিত রয়েছে। আইপিএলের লিগ স্টেজের ম্যাচগুলোতে ম্যাচ আয়োজনে অতিরিক্ত সময় বাড়ানোর অনুমতি দেয়। ফলে মধ্যরাত পর্যন্ত সুযোগ থাকে ৫ ওভারের ম্যাচ খেলানোর। সেটাও না হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে।
উল্লেখ্য, রাত ৭:৩০ মিনিটে টসের আগে একটি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হয়েছে। আবহাওয়া সেটাও ফেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে।