fbpx
খেলাধুলাক্রিকেটবাংলাদেশস্বাস্থ্য

হার্টে পরানো হয়েছে রিং , তামিমের অবস্থার উন্নতি

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, ‘তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে।’

ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। অবস্থা এতটা গুরুতর হয়ে পড়েছিল যে সাভার থেকে ঢাকায় আনাও হয়নি। বিকেএসপির পাশের একটি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তামিম। চিকিৎসক জানিয়েছেন, ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button