fbpx
অন্যান্যবাংলাদেশ

ক্র্যাব সদস্যদের মাঝে ঈদসামগ্রী বিতরণ শুরু

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)মিলনায়তনে (তৃতীয় তলায়) আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

নাবিল গ্রুপের সহযোগিতায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সকল সদস্যকে এই উপহার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)সভাপতি মির্জা মেহেদী তমাল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে বক্তব্য দেন হেড অব অ্যাডমিন মেজর (অব.) মো. পরামুদ্দিন হোসেন। তিনি উপস্থিত সদস্যদের হাতে ঈদসামগ্রী তুলে দেন।

এ সময় ক্র্যাব কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান,ক্র্যাবের সিনিয়র সদস্য বেলায়েত হোসেন,বিকাশ নারায়ন দত্ত ও দীপক চৌধুরী উপস্থিত ছিলেন।

 

বাংলা টিভি/ হাসান মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button