
টানা চার মৌসুমে প্রিমিয়ার লিগ জিতে কাজটা ভীষণ সহজ বানিয়ে ফেলেছিল ম্যানচেস্টার সিটি৷ তবে এই মৌসুমে মুদ্রার ওপর পিঠ দেখতে হচ্ছে পেপ গার্দিওলার দলকে। লড়তে হচ্ছে শীর্ষ চারে থাকার জন্য। চ্যাম্পিয়ন্স লিগ অভিযানও শেষ আগেভাগেই। আর তাই অভিজ্ঞ মিডফিল্ডার বার্নাদো সিলভা মনে করছেন, এফএ কাপ জিতলেও তাদের উচ্ছ্বসিত হওয়ার কিছু থাকবে না।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে থাকা সিটি এরই মধ্যে বাদ পড়েছে কারাবাও কাপ থেকেও। ফলে একমাত্র আশা টিকে আছে এফএ কাপে, যেখানে রোববার রাতে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে তারা পা রেখেছে সেমিফাইনালে।
এই টুর্নামেন্টে জিতলে সিটির মৌসুম সফল হবে কিনা, সেই প্রশ্নে ম্যাচ শেষে সিলভা বলেছেন আক্ষেপের কথা।
“না, আমাদের লেভেল এর চেয়ে অনেক বেশি উঁচুতে। আর তাই অবশ্যই আমরা এফএ কাপ জিততে পারলে খুশি হব, তবে এটি আমাদের মৌসুমকে ভালো করবে না।”
চলতি মৌসুমে গত বছরের শেষ ভাগে বড় ধাক্কা খায় সিটি। হারে টানা পাঁচ ম্যাচ। গেল বছরের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে জয় ছিল ১৪ ম্যাচের তাদের প্রথম লিগ ম্যাচে জয়। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুমও এটাই।
সিলভা মনে করেন, ধারাবাহিকতার অভাবই তাদের ডুবিয়েছে।
“আমাদের যে মাসগুলো খারাপ গেছে, তার দায় আমাদেরই। আমরা অজুহাত দেখাতে পারি না। আমাদের এর চেয়ে অনেক ভাল করা উচিত ছিল। এখন থেকে আমরা কেবল যা নিয়ন্ত্রণ করতে পারি তা হল আমাদের পারফরম্যান্স। আর আজকে দলের কাছ থেকে একটা ভালো পারফরম্যান্স ছিল।”



