খেলাধুলাফুটবল

‘ক্লাব ছাড়া নয়, মাঠে ফেরার দিকেই মনোযগ আলেকজান্ডার-আর্নল্ডের’

চোটের কারণে আছেন মাঠের বাইরে। এরপরও থেমে নেই লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্লাব ছাড়ার গুঞ্জনের। বারবার উঠে আসছে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর। তবে সেটা উড়িয়েই দিয়েছেন আর্নে স্লট। লিভারপুল কোচ মনে করেন, ইংলিশ ফুটবলারের সব মনোযোগ কেবল মাঠে ফেরার দিকেই।

গত মাসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে গোড়ালির চোটের থেকেই মাঠের বাইরে আছেন আলেকজান্ডার-আর্নল্ড। মিস করেছেন আলবেনিয়া এবং লাটভিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচও। তবে চলতি মৌসুম শেষেই এই ফুলব্যাকের লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বাতাসে ভাসছে তার ক্লাব ছাড়া নিয়ে নানা খবর।

তবে সোমবার এক সংবাদ সম্মেলনে স্লট বলেছেন, এসব বিষয় নিয়ে ভাবছেন না ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। “তার অবস্থা হল, দুর্ভাগ্যবশত এখন সে আহত। আর নাহলে লোকেরা সম্ভবত ইংল্যান্ড দলের হয়ে তার এক বা দুটি দুর্দান্ত পারফর্ম্যান্স নিয়েই কথা বলত। কিন্তু সে চোটের কারণে মাঠের বাইরে, সেজন্য সে তার পুনরুদ্ধারের জন্য সম্পূর্ণ মনোযোগী। আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসতে সাহায্য করার চেষ্টা করছি।”

আলেকজান্ডার-আর্নল্ডের লিভারপুলে ছাড়ার খবর শুরু থেকেই আসছে কেবল আসছে রিয়াল মাদ্রিদের নাম। জোর গুঞ্জন রয়েছে, ইংলিশ ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করতে রাজি হবেন না তিনি। ফলে ফ্রি এজেন্ট হিসেবে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

আর বিবিসি স্পোর্টসের খবর অনুযায়ী, রিয়ালের সাথে নাকি এরই মধ্যে অগ্রিম আলোচনাও সেরে ফেলেছেন আলেকজান্ডার-আর্নল্ড।

মৌসুম শেষে কেবল আলেকজান্ডার-আর্নল্ডই নন, লিভারপুল ছাড়ার গুঞ্জনের তালিকায় আছেন আরও দুজন হাই-প্রোফাইল খেলোয়াড়। অন্য দুজন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ও ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তাদের চুক্তির মেয়াদও শেষ আসছে জুনে।

সংশ্লিষ্ট খবর

Back to top button