খেলাধুলাফুটবল

ফের ওলমোর নিবন্ধনকে অবৈধ দাবি লা লিগার

গত বছরের শেষের দিক থেকেই দানি ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধন নিয়ে মুখোমুখি অবস্থানে আছে দুই পক্ষ। বেশ কিছু আইনি ঝামেলার পর বার্সেলোনা প্রক্রিয়াটি শেষ হয়েছে দাবি করলেও আরও একবার বেকে বসেছে লা লিগা। ফলে আরও একবার জটিলতা তৈরি হয়েছে এই দুজনের কাতালান ক্লাবটির হয়ে খেলা নিয়ে।

এক বিবৃতিতে লা লিগার দাবি, বার্সেলোনা কখনোই দানি ওলমো বা পাউ ভিক্টরকে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের (সিএসডি) সাথে নিবন্ধনের জন্য বেতনের সীমার মধ্যে জায়গা করতে পারেনি। ফলে এই দুজনের লা লিগায় নিবন্ধন অবৈধ বলেই মনে করছে তারা।

লা লিগা বার্সেলোনার এই বছরের শুরুতে করা ১০০ মিলিয়ন ইউরোর চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে, যার ওপর ভিত্তি করে সিএসডি জানুয়ারিতে ওলমো এবং ভিক্টরকে অস্থায়ী নিবন্ধন মঞ্জুর করে। তবে লা লিগার দাবি, ক্যাম্প ন্যুর ভিআইপি আসন বিক্রি যাচাই করার জন্য অজ্ঞাত যে অডিটরকে নিয়োগ দিয়েছিল বার্সেলোনা, সেটা সঠিক ছিল না।

ওই চুক্তির অর্থের বিষয়টি গত সপ্তাহে বার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের জন্য লা লিগায় জমা দেওয়া নথিতে লিপিবদ্ধ করা হয়নি, যা অন্য একজন অডিটর দ্বারা অনুমোদিত হয়েছিল।

লা লিগা আরও জানিয়েছে যে, তারা বার্সেলোনাকে তাদের খেলোয়াড়দের বার্ষিক বেতনের সীমা ১০০ মিলিয়ন ইউরো কমিয়ে দেওয়ার ব্যাপারে জানিয়ে দিয়েছে, যা গত ফেব্রুয়ারিতে বেড়ে ৪৬৩ মিলিয়ন ইউরোতে পৌঁছেছিল।

ওলমো এবং ভিক্টরের নিবন্ধন বাকি মৌসুমের জন্য বাতিল করা উচিত কিনা, সেই ব্যাপারে সিএসডি আগামী ৭ এপ্রিলের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।

পুরো ব্যাপারটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা।

সংশ্লিষ্ট খবর

Back to top button