খেলাধুলাফুটবল

অপরাজিত থেকে মৌসুম শেষ করতে চান এনরিকে

লিগ ওয়ানের শিরোপা জয় যে বেশ আগেভাগেই হবে, সেটা পিএসজির দুর্দান্ত ফর্ম নিশ্চিত করে ফেলেছিল মাস দুয়েক আগেই। সেটা বজায় রেখে প্যারিসের ক্লাবটি আরও একবার লিগ চ্যাম্পিয়ন্স হয়ে গেছে পিএসজি। এমন অর্জনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কোচ লুইস এনরিকে। দলকে একটা নতুন লক্ষ্য দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। বললেন, অপরাজিত থেকে মৌসুম শেষ করতে চান তিনি।

ঘরের মাঠে শনিবার রাতে অ্যাঞ্জার্সের বিপক্ষে ১-০ গোলে জয়ে ছয় ম্যাচ বাকি থাকতেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে পিএসজি। সব মিলিয়ে এটি দলটির ১৩তম লিগ জয়, আর এই নিয়ে টানা চতুর্থবার। এর মধ্য দিয়ে পিএসজি মে মাসের আগে ষষ্ঠবারের মতো লিগ ওয়ানদের শিরোপা জিতল।

ম্যাচ শেষে এনরিকে দলকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।“এপ্রিলের শুরুতে শিরোপা উদযাপন থেকে বোঝা যায়, আমরা এই মৌসুমে খুব উঁচু একটা স্তরে পৌঁছে গেছি। আমরা এই লক্ষ্য অর্জন করে ফেলেছি, তবে আমাদের আরও অনেক ম্যাচ বাকি আছে। আমরা এখন এই মৌসুম অপরাজিত থেকে শেষ করার চেষ্টা করার জন্য অনুপ্রাণিত। ফ্রান্সে এর আগে কেউ এটা করতে পারেনি, তাই এটা এমন কিছু, যা আমরা অর্জন করতে চাই।”

২৮ ম্যাচে পিএসজির পয়েন্ট এখন ৭৪ পয়েন্ট, যা লিগ ওয়ানের ইতিহাসে মৌসুমের এই পর্যায়ে ক্লাবটির দ্বিতীয় সেরা সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড। নিজেদের বাকি ছয় ম্যাচে হার এড়াতে পারলে এনরিকের দল ভেঙে দিবে তিন দশক আগে ন্যান্তেসের ৩২ ম্যাচ অপরাজিত থেকে লিগ জয়ের রেকর্ড।

গত মৌসুমের পর তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের বিদায়ের পর এনরিকের কোচিংয়ে পিএসজির সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে একরকম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে দুর্দান্ত ফুটবল খেলে চলেছে তরুণ দলটি। ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে করেছেন ক্লাবের সর্বোচ্চ ২১টি গোল, ব্র্যাডলি বারকোলার অবদান ১৩টি গোলে। এই মৌসুমে পিএসজির ১৮ জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় জালের দেখা পেয়েছেন। তাতে ভর করে মাত্র ২৮টি ম্যাচে ৮০টি গোল করেছে পিএসজি।

সংশ্লিষ্ট খবর

Back to top button