
মুম্বাইয়ের জন্য কঠিন সমীকরণ ছিল ৪৮ বলে ১২৩ রান। তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া জয়ের দিকে দলের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন। ১৩, ১৪ এবং ১৫তম ওভারে ১৮ বলের মধ্যে ৪৯ রান তুলে মুম্বাইয়ের লক্ষ্য সহজ করে তোলে। তবে শেষ মুহূর্তে ১৮ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৫ রান বাকি থাকতে তারা অলআউট হয়ে যায়।
বেঙ্গালুরুর পক্ষে বিরাট কোহলি ম্যাচের শেষে সতীর্থ ফিল্ডারদের ক্যাচ মিসে ক্ষিপ্ত হয়ে ওঠেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তারকা ব্যাটসম্যানের ক্যাচ ফেলে দেওয়ায় মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ খুলে আছড়ে মারেন কোহলি। তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কোহলির এই কাণ্ড দেখে কিছু ভক্ত সেই ভিডিওর সঙ্গে রাহুল দ্রাবিড়ের তুলনা করেছেন, তিনি ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের কোচ থাকাকালীন তার ক্যাপটিও এভাবেই ছুঁড়ে ফেলেছিলেন। সেই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১৪.৪ ওভারে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় রাজস্থান রয়েলস।



