fbpx
খেলাধুলাফুটবল

৪০-এ এসেও চনমনে রোনালদো

বয়স আর রোনালদোর সম্পর্কটা বিপরীতই বলা যায়। আল নাসর তারকা ৪০ বছরে পা দিলেও মাঠের ফুটবলে এখনো তিনি বেশ চনমনে। দারুণ সব গোল করছেন, নেতৃত্ব দিচ্ছেন দলকে সামনে থেকে। শনিবার রাতে তো বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে গোল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ-চৈ ফেলে দিয়েছেন। এর আগে অবশ্য আল রিয়াদের বিপক্ষে রোনালদো করেছেন আরও একটা গোলে। তার জোড়া গোলেই আল নাসর পেয়েছে জয়।

শেষ দুই ম্যাচে রোনালদো গোল করেছেন চারটা। সব মিলিয়ে চলতি মৌসুমে জোড়া গোলের দেখা পেয়েছেন ছয়বার। আর গোলের ট্যালিটা নিয়ে গেছেন ৩২-এ। তাতে ক্যারিয়ারের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩। হাজার গোলের দূরত্বটা দিনকে দিন কমছে। যদিও রোনালদো দিন কয়েক আগেই জানিয়েছেন এ নিয়ে তার মাথা-ব্যথা নেই। তবে যেভাবে এগুচ্ছেন তাতে এই অনন্য রেকর্ড রোনালদো যে ছুঁয়ে ফেলবেন সেই বিশ্বাস রাখাই যায়।

গেল মৌসুমে রোনালদো আল নাসরের জার্সিতে করেছিলেন ৪৪ গোল। সৌদি প্রো লিগে ৩১ ম্যাচ খেলে করেছিলেন ৩৫ গোল। যা প্রো লিগের সর্বোচ্চ। এবার রোনালদোর গোল সংখ্যা এখন পর্যন্ত ৩২। ম্যাচ বাকি আছে আরও আটটা। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল জিতলে বাড়বে ম্যাচের সংখ্যা। সে হিসেবে গেল মৌসুমের গোলের সংখ্যা টপকানো রোনালদোর জন্য কঠিনই বটে। তবে সুযোগ আছে ৪০-এ এসে ৪০ গোলের মাইলফলকটা ছোঁয়ার। দরকার আট গোল।

সেটা পারবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু ম্যাচ। তবে সৌদি প্রো লিগে আরও একবার সর্বোচ্চ গোলদাতার খেতাবটা আবারও হয়তো ধরে রাখবেন রোনালদো। এরই মধ্যে ২৬ ম্যাচ খেলে করে ফেলেছেন ২৩ গোল। দুইয়ে থাকা আবদুররাজ্জাক হামাদুল্লাহ’র গোলের সংখ্যা ২০। আর ১৭ গোল নিয়ে করিম বেনজেমা আছে তালিকার তিন নম্বরে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button