fbpx
খেলাধুলাক্রিকেট

প্রতিটি ছক্কা ও উইকেটে গাযা’র শিশুদের জন্য যাচ্ছে ১ লাখ রুপি

ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে একদিন আগে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা। বিশ্বের অনেক দেশেই গাযার অসহায়দের পাশে থেকে সংহতি প্রকাশ করা হচ্ছে। এবার পাকিস্তানও এগিয়ে এল একটি দারুণ উদ্যোগ নিয়ে।

পাকিস্তান সুপার লিগ পিএএসলে রিজওয়ানদের দল মুলতান সুলতানস তাদের ম্যাচের প্রতিটি ছক্কা ও উইকেটের বিনিময়ে ১ লাখ পাকিস্তানি রুপি করে যোগ করবে তহবিলে। যে তহবিলটি ব্যবহৃত হবে ফিলিস্তিনের অসহায় শিশুদের জন্য।

ইসরায়েলের আগ্রাসনের শিকার হওয়া ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন জানান,

‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

করাচির বিপক্ষে ম্যাচের টস করতে নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি যদিও চারের কথাও উল্লেখ করেন।

‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটের মাধ্যমে ফিলিস্তিনে গাজার শিশুদের জন্য আমরা কিছু করতে চাই।’

শনিবার রাতে আসরে নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছিল মুলতান সুলতানস। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। দুশ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয় মোট ৮টি, চার ২৩টি। সবচেয়ে বেশি ৫টি ছক্কা ও ৯টি চার মেরেছেন অধিনায়ক রিজওয়ান। মুলতানের বোলিং ইনিংসে ছিল ৬ টি উইকেট। যেখানে ১ টি রান আউট ও ৫ টি উইকেট নেয় মুলতানের বোলাররা। দিনশেষে যদিও ম্যাচটি হেরেছে মুলতান।

ম্যাচের পর মুলতান সুলতানসের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান। আর সেখানে হওয়া প্রতিটি ছক্কা ও উইকেট হাসি ফোটাবে ফিলিস্তিনের শিশুদের মুখে।

টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আরও বড় এলাকা দখল করে। সেই হামলায় অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাযা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button