fbpx
অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

পনেরতে বিডি২৪লাইভ: তথ্যনির্ভর সাংবাদিকতায় সাহসী অভিযাত্রার প্রত্যয়

২০১১ সালের ১৪ মে আত্মপ্রকাশ করেছিল দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ ডটকম। সময়ের পরিক্রমায় আজ প্রতিষ্ঠানটি পূর্ণ করল ১৪ বছর। তথ্যনির্ভর, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা বিডি২৪লাইভ আজ দেশের গণমাধ্যম অঙ্গনে একটি আস্থার প্রতীক।

বুধবার (১৪ মে) উদযাপিত হচ্ছে বিডি২৪লাইভ-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে প্রতিষ্ঠানটি ১৫তম বছরে পদার্পণ করল। এ উপলক্ষে বিডি২৪লাইভের নিজস্ব কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে কেক কাটা হয়। এছাড়াও, প্রতিষ্ঠানটির সম্পাদক, সাংবাদিক ও কর্মকর্তারা নিজেদের অনুভূতি, প্রত্যাশা এবং ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরেছেন।

এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, “২০১১ সালের ১৪ মে যে যাত্রার সূচনা হয়েছিল, তা কেবল একটি অনলাইন পোর্টালের নয়—এটি ছিল সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক সাহসী পদক্ষেপ। তখন ছিল না কোনো বড় পৃষ্ঠপোষকতা, ছিল না কর্পোরেট বিনিয়োগ—ছিল কেবল একটি মিশন: মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা। আজ ১৫ বছর পর পেছনে তাকালে গর্ব হয়—কারণ আমরা সত্য ও ন্যায়ের পথেই হেঁটেছি।”

তিনি আরও বলেন, “আমরা শুধু সংবাদই পরিবেশন করিনি, মানুষের পাশে থেকেছি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছি, প্রান্তিক মানুষের কণ্ঠকে জায়গা দিয়েছি। এ পথচলা সহজ ছিল না, কিন্তু পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সহকর্মীদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।’

মাল্টিমিডিয়া ইনচার্জ নাঈম হাসান বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে ভিডিও কনটেন্ট অপরিহার্য। বিডি২৪লাইভ ভিডিও ইউনিট প্রতিদিনই মানুষের সংবেদনশীলতা, হাসি, কান্না ও প্রতিবাদকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছে। আমাদের একটি ভিডিও—আলোচিত মিল্টন সমাদ্দারকে নিয়ে—প্রায় ২ কোটি মানুষ দেখেছে। এটি আমাদের সক্ষমতা ও মানুষের সঙ্গে সংযোগের প্রমাণ।’

WhatsApp Image 2025 05 15 at 3.36.19 PM 1

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মনির হোসেন বলেন, ‘বিডি২৪লাইভ আজ দেশের সর্বত্র পরিচিত একটি ব্র্যান্ড। সরকার, বেসরকারি সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই আমাদের সহযোগী। তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।’

হেড অব আইটি রাইতুল ইসলাম জানান, প্রযুক্তিগত দিক থেকে বিডি২৪লাইভ সবসময় আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে। ওয়েবসাইটে যুক্ত হয়েছে ইউজার ফ্রেন্ডলি ডিজাইন, দ্রুত লোডিং সুবিধা ও নিরাপত্তা প্রযুক্তি। আমাদের অ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মও নিয়মিত আপডেট হচ্ছে পাঠকের সুবিধার্থে।

মফস্বল সম্পাদক রেজওয়ানুল ইসলাম বলেন, প্রান্তিক সাংবাদিকদের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করায় বিডি২৪লাইভ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও সংবাদ পাচ্ছে। এটি একটি গণমাধ্যমের প্রকৃত শক্তি। আমরা মাঠের সাংবাদিকদের সম্মান করি, তাদের সঙ্গে কাজ করেই এই উচ্চতায় পৌঁছেছি।

নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান হাসিব বলেন, আমি বিডি২৪লাইভ-এর সঙ্গে আছি প্রায় ১৩ বছর ধরে। আমাদের পোর্টাল শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি অনুভূতির নাম। পাঠকের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।

সহ-সম্পাদক সালাউদ্দিন আহমেদ বলেন, বিডি২৪লাইভ আমার কাছে শুধুই কর্মক্ষেত্র নয়, এটি একটি পরিবার। কঠিন সময়ে এই প্রতিষ্ঠান পাশে থেকেছে। পেশাগত মূল্যবোধ রক্ষায় বিডি২৪লাইভ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

সহ-সম্পাদক আরমান হোসেন বলেন, বিডি২৪লাইভ-এর ১৪ বছর পূর্তি উপলক্ষে আমি গর্বিত। এরকম একটি প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সম্মানের।

করোনাকালীন মহাদুর্যোগেও বিডি২৪লাইভ-এর সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে খবর সংগ্রহ করেছেন। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তৈরি করেছেন জনসচেতনতামূলক নাটিকা, উপস্থাপন করেছেন মানবিক গল্প।

বিডি২৪লাইভ সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ফেসবুকে এর অনুসরণকারী সংখ্যা ৮০ লক্ষেরও বেশি, টুইটারে ২ লাখ ৬২ হাজার, এবং ইউটিউবে সাবস্ক্রাইবার ৫০ হাজারের অধিক।

অনলাইনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালেক্সা ২০১৪ ও ২০১৮ সালে বিডি২৪লাইভ-কে বাংলাদেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টালের স্বীকৃতি দেয়। প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড অ্যাপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টুইটার একাউন্টের মাধ্যমে প্রতিদিন লাখো পাঠক হালনাগাদ সংবাদ পাচ্ছেন মুহূর্তেই।

সত্য, বস্তুনিষ্ঠতা এবং দায়িত্বশীলতা এই তিনটি স্তম্ভে দাঁড়িয়ে বিডি২৪লাইভ আজও পথ চলছে দৃঢ়চিত্তে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে প্রতিষ্ঠানটির প্রত্যাশা আগামীর দিনগুলোতেও তারা গণমানুষের কণ্ঠস্বর হয়ে দেশ ও জাতির কল্যাণে সংবাদ পরিবেশন করে যাবে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button