
সোহেল রানা, মালে (মালদ্বীপ): মালদ্বীপের মাফুসী কারাগারে আটক প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মাঝে পরিধেয় পোশাক বিতরণ করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
রোববার (৩ আগস্ট) কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনের কল্যাণ সহকারী আব্দুলা আল মামুনের উপস্থিতিতে এসব পোশাক হস্তান্তর করা হয়। এই সহায়তা কর্মসূচি ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের (WEWB) আওতায় বাস্তবায়ন করা হয়েছে।
বর্তমানে মাফুসী কারাগারে ৪৯ জন বাংলাদেশি বন্দি রয়েছেন, যাদের মধ্যে কেউ সাজাপ্রাপ্ত আবার কেউ বিচারাধীন অবস্থায় আছেন।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত কারা পরিদর্শনের সময় বন্দিরা পোশাকের সংকটের কথা জানালে তা আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রবাসে আটক বাংলাদেশি নাগরিকদের কল্যাণে সরকার সর্বদা আন্তরিক এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
রাজিব/বাংলা টিভি



