খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হংকং

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘এশিয়ান কাপ’ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে হংকং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত পৌঁনে একটায় নামে দলের ফুটবলাররা।

আজ বিকাল সাড়ে ৩ টায় উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করবে হংকংয়ের ফুটবলাররা। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ অনুশীলনে নামবে অতিথিরা। ১২ জন টিম অফিসিয়াল ও ২৫ জন ফুটবলার মোট ৩৭ জন এসেছেন এই বহরে।

উল্লেখ্য, ২৫ ফুটবলারের ১৩ জনই খেলেন চীনের লিগে। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবে হামজা-সমিতরা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button