দুর্ঘটনাদেশবাংলা

জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত, আহত ৫

জামালপুরের দিকপাইদ এলাকায় কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শিশু-নারীসহ আরও পাঁচ জন।

সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের জামালপুর ইকোনমিক জোনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামালপুর থেকে কাভার্ডভ্যানটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় জামালপুর ইকোনমিক জোন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মারা যান রাশেদ মিয়া নামের এক যাত্রী। আর গুরুত্বর আহত অবস্থায় জেনারেল হাসপাতালে পাঠানো হলে চান মিয়া ও আরিফা খাতুন পলিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে শিশুসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয়রা কাভার্ভভ্যানটিকে আটকাতে পারলেও চালক ও তার সহযোগীর পালিয়ে যাওয়ার কথা জানায় পুলিশ।

জামালপুর থানা অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায় ভ্যানটির চালক ও হেলপার। এ সময়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button