দেশবাংলাবাংলাদেশসরকার

মুক্ত গণমাধ্যম মঞ্চের জুলাই স্মারক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, “চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরী। ২৪ এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা।”

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারক এর মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।

শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান। তিনি শহীদ সন্তানের স্মৃতি স্মরণ করে সাংবাদিকদের প্রতি দেশের উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং অসঙ্গতি দূরীকরণে ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম শক্তি হচ্ছেন সাংবাদিকরা। জাতির বিবেক হিসেবে তাদের দায়িত্ব দেশ ও সমাজকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা। শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে শহীদ পরিবার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button