বিএনপিরাজনীতি

অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বর্তমান সংকট তৈরি করেছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করেছে, তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, যারা বিএনপি সংস্কার চায়না বলে, তারা জাতিকে বিভ্রান্তি করতে চায়। বিএনপি অতীতে যেমন সংস্কার করেছে ভবিষ্যতেও সংস্কার চায়।

নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদ নামের দলিল বদলে দিয়েছে ঐকমত্য কমিশন। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। এ সময় রাজনৈতিক দলগুলোর সরকার বিভেদ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, জাতীয় নির্বাচনের সাথেই গণভোট হতে হবে। জুলাই সনদের আলোকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button