খেলাধুলাফুটবলবাংলাদেশ

প্রতিপক্ষ হিসেবে নেপাল- ‘প্রস্তুতি তো প্রস্তুতিই’

আফগানিস্তানের বদলি হিসেবে শেষ মুহূর্তে নেপালকে বেছে নেয় বাংলাদেশ। ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজেরা। ওই ম্যাচ নিয়ে কথা উঠে। সবারই প্রশ্ন- কেন বারবার নেপাল, অন্য কোনো শক্ত প্রতিপক্ষ কেন নয়।

প্রসঙ্গটি উঠে আজকের বাফুফের মিডিয়া সেশনেও। শুক্রবার থেকে শুরু হয় জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের মাঠের অনুশীলন। পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে আসলে শেখ মোরছালিনের কাছেও জানতে চাওয়া হয় নেপাল ম্যাচ নিয়ে। জাতীয় দলের এই মিডফিল্ডার বলেন, এখন আসলে দিন শেষে আমাদের যা আছে, যেভাবে আছে ওভাবে প্রস্তুতি নিতে হবে। মনে হয় না খুব একটা প্রভাব ফেলবে। আসলে আমরা অত কিছু নিয়ে ভাবছি না কাদের সঙ্গে খেলছি। আমাদের এখন জিততে হবে ভারতের বিপক্ষে।

সর্বশেষ ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলে হাভিয়ের কাবরেরার দল। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে খেলে প্রস্তুতি নেয় বাংলাদেশ। এবার ভারত ম্যাচের প্রস্তুতির জন্যই মূলত নেপালের বিপক্ষে বাংলাদেশের খেলা।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শক্ত প্রতিপক্ষ হলে সেটা দলের জন্য ভালো হতো কি না জানতে চাওয়া হলে জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, প্রত্যেকটা ম্যাচের আগে একটা প্রস্তুতি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যদি শক্ত টিম হয় অবশ্যই আমাদের জন্য ভালো। কিন্তু শক্ত প্রতিপক্ষ না পাওয়া গেলে অন্তত সমমানের একটা টিম থাকলে হয়। প্রস্তুতি তো প্রস্তুতিই।

সংশ্লিষ্ট খবর

Back to top button