বাংলাদেশঢালিউডবিনোদন

‘ছবি-ভিডিও যা ক‍্যাপচার করা হয়েছে, সব অবদান শাওনের’

চিত্রনায়িকা পরীমনি এবারের জন্মদিনটি একটু অন্যরকম আয়োজনে পালন করেছেন। প্রিয়জনদের নিয়ে মালয়েশিয়ায় দারুণ সময় কাটিয়েছেন তিনি।

গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া যান পরীমণি। সেই মুহূর্ত এবার ভাগ করে নিলেন পরীমণি।

শনিবার (১ নভেম্বর) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পরীমনি তার দশ দিনের এই ভ্রমণের বর্ণনা দেন।

দেশে ফিরেই এই সফরের অভিজ্ঞতা জানিয়ে পরীমনি লেখেন, ‘আজ আমাদের বাড়ি ফেরা হলো। দশ দিনের জন্যে দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট ৭ জন ছিলাম।’

তিনি আরও লেখেন, ‘যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সবাই কতো ছবি-ভিডিও করলাম সারা পথ! দশ দিন একসাথে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুন ভাবে চিনতে পারলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের সবার জীবনে।’

পরীমনি বলেন, ‘আজকে থেকে একটু একটু করে সবার সাথে ছবি-ভিডিও শেয়ার করবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারিনি কারণ আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনি নি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক‍্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের।’

পোস্টে সকলকে ট্যাগ দিয়ে পরীমণি সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান। লেখেন, ধন্যবাদ সকলকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সকলকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button