বাংলাদেশঅন্যান্যনির্বাচননির্বাচন কমিশনরাজনীতি
নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ আরো দুটি দল

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিসহ নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিং-এ এই তথ্য জানিয়েছেন।
যে দলগুলো নিবন্ধন পেয়েছে সেগুলো হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।
তবে পুরোপুরি নিবন্ধন পেতে কিছুটা আনুষ্ঠানিকতা বাকী আছে।
তিনি জানিয়েছেন, দলগুলোর বিষয়ে দাবি-আপত্তি আছে কিনা, তা জানতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে আগামীকাল। ১২ই নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানাতে পারবেন যে কেউ।
এরপরই নিবন্ধনের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।



