নির্বাচন
সুষ্ঠু ভোট নিশ্চিতে প্রশাসনকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে- বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। দেশের মানুষ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ কোনো বিঘ্ন সৃষ্টি করতে করতে পারবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।



