
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হার
হার দিয়ে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানে হেরেছে টাইগ্রেসরা। স্বাগতিকদের দেয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করে ৪৬ রানে অলআউট হয় সালমা’রা।
গায়ানায় টস জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক। সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করেন জাহানারা-রুমানারা।
দলীয় ৫০ রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। কিন্তু শেষের দিকে কায়সিয়া নাইটের ৩২-
রানের সুবাদে ১০৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে জাহানারা ৩টি আর রুমানা নিয়েছেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা।দুই অংকের কোটা-
ছুঁতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ৮ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে।
১৩ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।