fbpx
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলিবাহিনীর গুপ্ত হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

ইসরাইলিবাহিনীর গুপ্ত হামলায় ফিলিস্তিনি নিহত ৬ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ‘ইসলামী প্রতিরোধ আন্দোলন’ হামাস রবিবার ( ১১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বিশেষ বাহিনীর একটি দল প্রতারণার আশ্রয় নিয়ে একটি বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকায়

অনুপ্রবেশ করে। তারা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাস্‌সাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার নূর বারাকা’কে হত্যা করে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ইসরাইল সীমান্ত থেকে গাজা উপত্যকার তিন

কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে এই হামলা চালানো হয়। কমান্ডার নিহত হওয়ার পর হামাস যোদ্ধারা ঘাতক ইসরাইলি সেনা বহনকারী

গাড়িটির ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এ সময় আকাশে উড়ে আসে একটি ইহুদিবাদী জঙ্গিবিমান।

ইসরাইলি বিশেষ সেনা বহনকারী গাড়িটিকে পালিয়ে যেতে সহায়তার জন্য ওই বিমান থেকে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই গুলি বিনিময় ও ক্ষেপণাস্ত্রের আঘাতে হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মাদ আল-কারা’সহ আরও পাঁচজন নিহত হন।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button