fbpx
দেশবাংলা

ভাঙ্গা ব্রিজে দূর্ভোগের শিকার জনসাধারণ

||ইয়াকুব নবী ইমন,নোয়াখালী||

নোয়াখালীর সুবর্নচর উপজেলার সোলেমান বাজারে ভাঙ্গা ব্রিজের কারণে দূর্ভোগের শিকার স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ। ব্রিজটির কারণে ঘটছে দুর্ঘটনা কমছে বেচাকেনা। পাইকারি আড়ৎদাররা না আসায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এলজিইডি মাত্র ১০ বছর আগে ব্রিজটি নির্মাণ করে। নির্মাণের কয়েক বছরের মাথায় এটি ধসে পড়ে।

বর্তমানে ব্রিজটির উপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। প্রতিদিনই ব্রিজটি পার হতে দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয়দের। ব্রিজটির কারণে সাধারণ জনগণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আবদুর রহিম নামে বাজারের এক ব্যবসায়ী জানান,ব্রিজটি সংস্কার করা হলে সৃষ্টি হবে কর্মচঞ্চল ন্যায্য মূল্য পাবে কৃষক।

এ ব্যাপারে স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী এম. এ সাত্তার জানান, ভাঙ্গা এই ব্রিজটি সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button