fbpx
অন্যান্যআওয়ামী লীগঐক্যফ্রন্টজাতীয় নির্বাচনজাতীয় পার্টিবাংলাদেশবিএনপিরাজনীতি

মনোনয়ন বৈধ এবং বাতিল হলো যাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। সব হিসাব-নিকাশ শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বরে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই:  গোপালগঞ্জ-৩:  আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা।

ফেনী-১ ও বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা; উচ্চ আদালতে আপিল করবে বিএনপি।

ঢাকা-১: স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের মনোনয়নপত্র বৈধ; বিএনপির আবু আশরাফের প্রার্থিতা বাতিল। ঢাকা-৪:  ১৫ প্রার্থীর মধ্যে ৬ জনের বাতিল। ঢাকা-৫:  বিএনপির নবীউল্লাহ নবীর প্রার্থিতা বৈধ, সেলিম ভূঁইয়ার বাতিল। ঢাকা ৬:  ১৩ জনের মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল; সুব্রত চৌধুরী (গণফোরাম) কাজী ফিরোজ রশিদ (জাতীয় পার্টি),  ববি হাজাজ্জ (মুসলিম লীগ) সহ ১০ জন বৈধ প্রার্থী এ আসনে; করসংক্রান্ত জটিলতায় বিএনপির ইশরাক হোসেনের মনোনয়নপত্র বাতিল।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা:  ঢাকা-২: ব্যারিস্টার ইরফান ইবনে আমান। ঢাকা-৭:  হাজী সেলিম, হাজী হাসনাত (আ.লীগ); নাছিমা আক্তার কল্পনা, রফিকুল ইসলাম (বিএনপি),  ঢাকা-৮:  রাসেদ খান মেনন (ওয়ার্কাস পার্টি); মির্জা আব্বাস (বিএনপি)  ,ঢাকা-৯:  সাবের হোসেন চৌধুরী (আ.লীগ); আফরোজা আব্বাস (বিএনপি),  ঢাকা-১০:  শেখ ফজলে নূর তাপস (আ.লীগ); নাসির উদ্দিন অসিম (বিএনপি),  ঢাকা-১১:  এ কে এম রহমতুল্লাহ (আ.লীগ); শামীম আরা বেগম, শামসুল ইসলাম (বিএনপি),  ঢাকা-১২:  আসাদুজ্জামান খান (আ.লীগ); সাইফুল আলম নীরব, আনোয়ারুজ্জামান (বিএনপি)।

টাঙ্গাইল-১:  বিএনপির অন্যতম প্রার্থী ফকির মাহবুব আনামের প্রার্থিতা বাতিল। বরিশাল-১ আসনে আবুল হাসানাত আবদুল্লাহ্ ও জহির উদ্দিন স্বপন সহ ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষনা, ১ জন বাতিল। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা। হবিগঞ্জ-১: ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়ার প্রার্থিতা বাতিল। রংপুর-১: আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলুর মনোনয়ন বাতিল। নরসিংদী-২: মহাজোটের জায়েদুল কবিরসহ ৪ জনের মনোনয়ন বাতিল। মাদারীপুর-২: স্বতন্ত্র প্রার্থী আল আমিন মোল্লা ও কাদের মোল্লার মনোনয়নপত্র বাতিল ঘোষণা। গাজীপুর-১:  ১৪ জনের মধ্যে মোঃ কামাল উদ্দিন শিকদার (স্বতন্ত্র), মোঃ হুমায়ুন কবির (মুসলিম লীগ), মোঃ আলী হোসেন মন্ডল (কৃষক শ্রমিক জনতা লীগ) এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা।

গাজীপুর-২:  ৯ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল, মো: মাহবুব আলম ও মো: জয়নাল আবেদীন (জাতীয় পার্টি)। গাজীপুর-৩:  ১০ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল, আঃ রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ)। মাদারীপুরে-১: বিএনপির নাদিরা মিঠু চৌধুরী, জাকের পার্টির শাহনেওয়াজ তোতা, জাতীয় পার্টির জহীরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জাফর আহমেদসহ চার জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা। মাদারীপুর ৩:  জাতীয় পার্টির প্রার্থী এম এ খালেকের পূর্ণাঙ্গ হলফনামা না থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা।  ভোলা-৪:  জাতীয়পার্টির প্রার্থী এম. এ মান্নান ও ভোলা-২ আসনের সতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির সে‌লিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা।

খুলনা-২:  জাতীয় পার্টির এস, এম এরশাদুর জামান ডলারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা। পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা।

গোপালগঞ্জ-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম খান চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে। গোপালগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানী ও জাতীয় পার্টি প্রার্থী এ জেড অপু শেখে মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান সরদার জানিয়েছেন, গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম খান চৌধুরীর মনোনয়নপত্রে দাখিল করা ভোটারদের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানীর মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং একই আসনে এ জেড অপু শেখের প্রস্তাবক ও সমর্থনকারী এ জেলার ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩ জন, জাতীয় পার্টির ২ জন, বাসদের ১ জন, এলডিপির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন।

ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল। নড়াইল-২ আসনে মাশরাফিসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ, ৩ টি বাতিল, ২টি স্থগিত। মানিকগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক,  ৩ উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল। জঙ্গিবাদ ও নাশকতা মামলার সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন বাতিল।

বাতিল করা হয়েছে আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র। বিস্তারিত আসছে…

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button