fbpx
ঢালিউডবিনোদনশোক সংবাদ

ঢাকায় আমজাদ হোসেনের মরদেহ, শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রপরিচালক, অভিনেতা ও লেখক আমজাদ হোসেনের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌচেছে।  মৃত্যুর এক সপ্তাহ পর ঢাকায় পৌঁছালো তাঁর মরদেহটি । শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী বিমানটি। এরপর তার মরদেহ নেয়া হয় আদাবরের বাসায় এবং সেখান থেকে নেয়া হয় বারডেম হাসপাতালের হিমঘরে।

শনিবার সকাল ১১ টায় সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ নেয়া হবে এফডিসিতে এবং এরপর চ্যানেল আই চত্ত্বরে। এই চলচ্চিত্রকারের শেষ ইচ্ছানুযায়ী জামালপুরেই সমাহিত করা হবে তার মরদেহ।

গেল শুক্রবার দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ১৮ই নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। শুরু থেকেই তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়।

দেশের বরেণ্য এই নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে ভর্তির তিন দিনের মাথায় তাঁর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রখ্যাত এ চিত্র পরিচালকের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ লাখ টাকার চেক দেন। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ২৭শে নভেম্বর মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button