fbpx
আন্তর্জাতিকএশিয়া

ফিলিপিন্সে ভূমিকম্প: সুনামি সতর্কতা বাতিল

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। শনিবার বাংলাদেশ সময় ৯টা ৩৯ মিনিটে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৯ কিলোমিটার। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ২ মাত্রার মনে হলেও পরে রিখটার স্কেলে তা কমে ৬ দশমিক ৯ মাত্রায় নেমে আসে।

এতে তাৎক্ষণিকভাবে কোনো প্রকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা ব্যবস্থা।

ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button