fbpx
ঐক্যফ্রন্টজাতীয় নির্বাচনরাজনীতি

নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। খুব শিগগিরই নির্বাচনি ট্রাইব্যুনালে যাওয়ারও সিদ্ধান্ত তাদের। মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যা পৌঁনে ছয়টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি জাতীয় সংলাপ, নির্বাচনি ট্রাইব্যুনালে নির্বাচনের অনিয়ম তুলে ধরে মামলা ও সারা দেশে সফর করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে আহত নেতাকর্মীদের দেখতে নেতারা সফর করবেন। এর মাঝে আগামি ১ সপ্তাহের মধ্যে সিলেটের বালাগঞ্জে যাবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে একজন কর্মীকে হত্যা করা হয়েছে।

ড. কামাল হোসেন বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার। আমরা জনগণকে সাথে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করবো। সেই আন্দোলনের জন্য ঐক্যফ্রন্টের বৈঠক নিয়মিত হবে বলে জানান কামাল হোসেন।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button