fbpx
খেলাধুলা

ফের এশিয়ান গেমসে যুক্ত হলো ক্রিকেট

এশিয়ান গেমসে আবারো ফিরছে উপমহাদেশের প্রাণের খেলা ক্রিকেট। রোববার ব্যাংককে কাউন্সিল অব এশিয়ার সভা শেষে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়।

এরআগে ২০১০ এবং ২০১৪ সালের এশিয়ান গেমসে ক্রিকেট ছিল। তবে ২০১৮ সালের আসর থেকে ইভেন্টটি বাদ দেয়া হয়। তবে ২০২২ সালের হাংঝৌ আসরে ক্রিকেটকে ফিরিয়ে আনা হচ্ছে।

২০১০ এশিয়াডে পুরুষদের ক্রিকেটে স্বর্ণ পদক পায় বাংলাদেশ। প্রমীলা ক্রিকেটে স্বর্ণ জেতে পাকিস্তান। ২০১৪ এশিয়াডে পুরুষ ক্রিকেটে শ্রীলঙ্কা ও প্রমীলা ক্রিকেটে পাকিস্তান স্বর্ণ জেতে।

দুই এশিয়াডেই রৌপ্য পায় বাংলাদেশ প্রমীলা দল। ২০১৪ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। ২০২২ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংঝৌতে।

সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে এশিয়ান গেমস। তৃতীয়বারের মতো এশিয়ান গেমস আয়োজন করতে যাচ্ছে চীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button