fbpx
খেলাধুলা

চতুর্থ দিনশেষে স্বস্তিতে নেই টাইগাররা

ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনশেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৪৩২ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮০ রান নিয়ে দিনশেষ করেছে টাইগাররা। নিউজিল্যান্ডের চেয়ে এখনও পিছিয়ে ১৪১ রানে।

প্রথম ইনিংসে ওয়ানডে মেজাজে রান তুলেছে নিউজিল্যান্ড। ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের সুযোগ পুরোটাই কাজে লাগিয়েছে ব্ল্যাকক্যাপস। টেলরের ক্যাচ ছেড়েছেন মাহমুদুল্লাহ ও সাদমান। আরেকবার হাতই ছোঁয়াতে পারেননি লিটন।

অষ্টমবারের মতো দুজনের জুটিতে এসেছে শতরান। নিউজিল্যান্ডের প্রথম জুটি হিসেবে ছুঁয়েছেন তিন হাজার রান। ৭৪ কোরে তাইজুলের শিকার হন উইলিয়ামসন।

সেঞ্চুরির আক্ষেপ রাখেননি টেলর। ৯৭ বলে স্পর্শ করেন ম্যাজিক ফিগার। বাংলাদেশের বিপক্ষে নবম টেস্ট সেঞ্চুরি।

হ্যানরি নিকোলসও রান তুলেছেন ঝড়ের গতিতে। ১২২ বলে করেন পঞ্চম সেঞ্চুরি। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পান টেলর। চা বিরতির পর ৪৩২ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

২২১ রানের লিড, ওয়েলিংটন টেস্ট জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড। ইনফর্ম তামিম ইনিংসের শুরুতে আস্থা দিতে পারেননি। চার দিয়ে ইনিংস শুরু করলেও পরের বলেই বোল্ড হয়েছেন।

মুমিনুলকে ফিরিয়ে জোড়া পূর্ণ করেন ট্রেন্ট বোল্ট। সাদমান ঘুরেফিরে চল্লিশের আগেই আউট হচ্ছেন।

৫৫ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে আর বিপদে ফেলেননি মিঠুন ও সৌম্য। কিন্তু শেষ দিন কি ম্যাচ বাঁচাতে পারবে টাইগাররা।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button