fbpx
দেশবাংলা

দ্বিতীয় দিনেও পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ

মজুরি কমিশন, বকেয়া বেতন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে সারাদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় রাজপথ-রেলপথ আটকে বিক্ষোভ করছে পাটকল শ্রমিকরা। এ সময়, দাবি মানা না হলে এই বিক্ষোভ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি  ও দেন তারা। এতে, রাস্তায় গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়া হয়। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে গণ-পরিবহনের অভাবে মানুষ ভোগান্তির শিকার হয়।

সকাল আটটা থেকে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ পাটকল শ্রমিকরা। তারা নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে খুলনা-যশোর মহাসড়ক, নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক, বিআইডিসি সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button