fbpx
বিএনপিরাজনীতি

খালেদার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন শুরু করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই গণঅনশন শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সকালে মিলনায়তনের বাইরে অনশনের জন্য বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। কিন্তু লিখিত অনুমতি না থাকায় কর্তৃপক্ষের আপত্তির মুখে মিলনায়তনের ভেতরে এসে কর্মসূচি শুরু করেন তারা। অনশনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, এমরান সালে প্রিন্স প্রমুখ।
এছাড়া বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিতি আছেন।

বাংলাটিভি/প্রিন্স 

সংশ্লিষ্ট খবর

Back to top button