
ফেনীর দাগনভূঁঞায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত ও আহত হয়েছেন দু’জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,আলিপুর গ্রামের এক বাড়িতে গভীর রাতে এক দল ডাকাত হামলা করে। বাড়ির লোকজন বুঝতে পেয়ে চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দু’জন ও চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়। আহত একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে।
দাগনভূঁঞার থানা পুলিশের পরিদর্শক ছালেহ আহাম্মদ পাঠান এ তথ্য নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ দিকে ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মো.আবু তাহের ৩ জন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম