fbpx
অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি

ঈদের আগে ৭দিন, পরের ৫দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে পেট্রোল পাম্প

যতই ফ্লাইওভার, ওভারপাস আর সেতু তৈরি করা হোক,পরিবহন সংশ্লিষ্টরা রাস্তায় আইন না মানলে দুর্ঘটনা,যানজট রোধ করা যাবেনা বলে জানান,সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে বিআরটিএ ভবনে ঈদ যাত্রা বিষয়ে এক সভায় এ মন্তব্য করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার ঈদের আগে ৭ দিন এবং পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে,সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্প।

পরিবারের সঙ্গে ঈদ করার প্রস্তুতি এরই মধ্যে নেয়া শুরু করেছেন রাজধানীবাসী।ট্রেন,বাস,লঞ্চের আগাম টিকিট পেতে ভীড় জমছে স্টেশনগুলোতে।

ঈদুর ফিতরে সড়ক পথের যাত্রীদের যাতায়ত নির্বিঘ্ন করার প্রস্ততিমূলক সভায়,মতামত তুলে ধরেন পরিবহন খাতের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

ওবায়দুল কাদের বলেন, রাস্তা যতই ভালো হোক, চলার পদ্ধতি সুষ্ঠু না হলে যাত্রা আরামদায়ক হবে না।ঈদ ঘিরে পোশাক কারখানাগুলো ধাপে-ধাপে ছুটি দেয়ার আহবান জানান,সেতুমন্ত্রী।

এদিকে টিকেট কালোবাজারি ও বেশি ভাড়া নেয়ার বিষয়ে প্রশাসন কঠোর থাকবে বলেও হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button