
সড়কপথে ঈদযাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক হচ্ছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর অন্যতম আন্তঃজেলা বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দ্বিতীয় সেতু চার লেনের। ছয় লেন করলে আরও ভালো। গাবতলীর সেতুটা করা জরুরি হয়ে পড়েছে। আন্দোলনের শপথ সত্যি হবে কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম।
তিনি আরও বলেন, আন্দোলন করলে রাজনৈতিক আন্দোলন আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব।
বাংলাটিভি/প্রিন্স