fbpx
অন্যান্যবাংলাদেশ

পরীক্ষাগারে পরীক্ষা করে এ বছর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

 

দেশে ও দেশের বাইরে পরীক্ষাগারে পরীক্ষা করে এ বছর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার ভিটামিন-এ ক্যাপসুলের মান নিয়ে কোনো প্রশ্ন নেই বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার সকালে শিশু হাসপাতালে ভিটামিন-এ ক্যপসুল ক্যাম্পেইন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন এবার ক্যাম্পেইন চলাকালে দেশের প্রায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ২৫ লাখ শিশুকে নীল এবং ২ কোটি শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

মন্ত্রী  আরো বলেন শুধু রাতকানা রোগ প্রতিরোধই নয়, এই ক্যাপসুলের মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button