fbpx
আইন-বিচারবাংলাদেশ

রাজধানীর পোস্তগোলায় উচ্ছেদ অভিযানে হামলায় ম্যাজিস্ট্রেটসহ আহত ৫

 

বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে প্রভাবশালী এক ঘাট ইজারাদার। এ সময় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানসহ ৫ কর্মকর্তা আহত হয়।

সকালে রাজধানীর পোস্তগোলার শ্মশান ঘাটে উচ্ছেদ কার্যক্রম শুরু করলে, ঘাটের ইজারাদার ইব্রাহীম আহমেদ রিপন লোকজন নিয়ে হামলা চালায়। বাধার মুখে পড়ে উচ্ছেদ কার্যক্রম। এ সময় ঘটনাস্থল থেকে ঘাট ইজারাদার রিপনের ভাই বাপ্পিসহ তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আবারো শুরু হয় উচ্ছেদ অভিযান।

এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার অবৈধ স্থাপনাসহ ১০০ একর জমি উদ্ধার ও পাঁচ কোটি টাকার মালামাল নিলামে তোলা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button