Uncategorized

এরশাদের মৃত্যুতে রংপুরে শোকের ছায়া

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তাঁর জন্মভূমি রংপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাপা চেয়ারম্যান। টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, রংপুরের জাপার নেতাকর্মীর মাঝে নেমে আসে শোক। তাদের দাবী জাপার চেয়ারম্যানকে নিজ জন্মভূমিতে সমাহিত করা হক।

জাতীয় পার্টির চেয়ারম্যান মারা যাওয়ার খবর শুনে দলীয় নেতাকর্মীরা রংপুর জেলা কার্যালয়ে সমবেত হতে থাকেন।

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে শোকাহত দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

উঠেছে রংপুরে মাটিতে তাকে সমাহিত করার দাবিও।

মঙ্গলবার রংপুরে নিয়ে যাওয়া হবে এরশাদের মরদেহ। সেখান থেকে এনে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button
Close