fbpx
বিশ্ববাংলা

শিগগিরই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগ

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগের যে স্থগিতাদেশ ছিল তা শিগগিরই প্রত্যাহার ও পুনরায় কর্মী নিয়োগের নতুন পদ্ধতি চালু করবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান। সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা ও দ্য স্টার অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

মন্ত্রী জানান, দু’দেশের সরকারের মধ্যে কর্মী নিয়োগের নতুন পদ্ধতিটি এক বা দুই মাসের মধ্যে শেষ করতে পারব। মন্ত্রী আরো জানান, বাংলাদেশি কর্মী নিয়োগের স্থগিতাদেশের ফলে মালয়েশিয়ার বেশ কয়েকটি প্রধান শিল্পখাত ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে কৃষি (রোপণ) ও নির্মাণ শিল্প। এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার প্রত্যাশা করছেন মন্ত্রী। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের পূর্বের পদ্ধতি (এসপিপিএ) বাতিল করে দেন দেশটির প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button