fbpx
বাংলাদেশ

মশার লার্ভা নিধনে ডিএসসিসির ৫টি মোবাইল টিম

মঙ্গলবার ৩ সেপ্টেম্বর  এডিস মশার লার্ভা নিধনে ডিএসসিসির ৫টি মোবাইল টিম ১০০টি বাড়ি ৮ টি বেসরকারি বানিজ্যিক ভবন পরিদর্শন করে ২ জন বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ মোট ১০৮টি বাড়ি হোল্ডিং ইন্সপেকশন করেছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এডিস মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে ২২ জুলাই হতে ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট এক লক্ষ দুই হাজার পাঁচশত তেত্রিশটি বাড়ি, নির্মাণাধীন ভবন, স্থাপনা পরিদর্শন করেছে। এর মধ্যে ১৩৬৫টি বাড়ি, নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় তা ধ্বংস করে দেয়া হয়েছে। মোট ৭ জনকে কারাদণ্ড প্রদানসহ ৩৪ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ডিএসসিসির মোবাইল কোর্ট ।

অন্চল ১ এর নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আজ ২৫ টি বাড়ি ইন্সপেকশন করেছেন । কিন্তু কোথাও লার্ভা পাননি।

অন্চল ৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান বকশিবাজার এলাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার মোট ৩৫টি বাড়ি পরিদর্শন করেন। কোথাও এডিস মশার লার্ভা না পেলেও ২টি বাড়ির সামনে অপরিচ্ছন্ন পরিবেশ বিদ্যমান থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্চল ৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উদয়ন দেওয়ান ৩৪ নং ওয়ার্ডের নাজিরাবাজার এলাকায় মোট ২০টি বাড়ি পরিদর্শন করেছেন । তবে কোথাও এডিস মশার লার্ভা পাননি ।

অন্চল ৫ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শহীদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শামসুল হক মোট ২০টি বাড়ি এবং অন্চল ২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জহির আহমেদ ৮ টি বেসরকারী বানিজ্যিক ভবনে ইন্সপেকশন চালিয়েছেন। তবে কোথাও এডিস মশার লার্ভা পাননি ।

উল্লেখ্য, ডিএসসিসির পক্ষ থেকে বাড়ি বাড়ি এবং নির্মাণাধীন ভবনসমূহে এডিস মশার লার্ভা নিধনে ব্যাপক কার্যক্রম গ্রহণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছেন। তাই স্বাভাবিক ভাবেই ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে।

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ডেঙ্গু নিয়ন্ত্রণে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে টার্গেট ধরে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেন এবং তাঁর বাস্তবায়ন এখনও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button