
আরমান কায়সার : দুর্নীতি বিরোধী সংগ্রামকে সর্বদলীয় রুপ দেয়ার এখনই সময় বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এনডিএফ) এর চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ডিএনএফ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
এ সময় রাজনৈতিক সংগ্রাম ছাড়া দুর্নীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তাই সক্রিয় রাজনৈতিক দল গুলোকে এক টেবিলে বসার আহ্বান জানান দলে এই নেতা।
দেশে সুশাসন নিশ্চিতের পাশাপাশি মাদক, খাদ্যে ভেজাল এবং দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমনের আহ্বান জানান শেখ ছালাউদ্দিন ছালু।